[শ্রী রংগ অবধূত স্বামি বিরচিত শ্রী দত্তভবানী]
জয যোগীশ্বর দত্ত দযাল ।
তু জ এক জগমাং প্রতিপাল ॥ 1॥
অত্র্যনসূযা করী নিমিত্ত ।
প্রগট্যো জগকারণ নিশ্চিত ॥ 2॥
ব্রহ্মাহরিহরনো অবতার ।
শরণাগতনো তারণহার ॥ 3॥
অংতর্যামি সতচিতসুখ ।
বহার সদ্গুরু দ্বিভুজ সুমুখ্ ॥ 4॥
ঝোলী অন্নপুর্ণা করমাহ্য ।
শাংতি কমন্ডল কর সোহায ॥ 5॥
ক্যায চতুর্ভুজ ষডভুজ সার ।
অনংতবাহু তু নির্ধার ॥ 6॥
আব্যো শরণে বাল অজাণ ।
উঠ দিগংবর চাল্যা প্রাণ ॥ 7॥
সুণী অর্জুণ কেরো সাদ ।
রিঝ্যো পুর্বে তু সাক্শাত ॥ 8॥
দিধী রিদ্ধি সিদ্ধি অপার ।
অংতে মুক্তি মহাপদ সার ॥ 9॥
কিধো আজে কেম বিলংব ।
তুজবিন মুজনে না আলংব ॥ 10॥
বিষ্ণুশর্ম দ্বিজ তার্যো এম ।
জম্যো শ্রাদ্ধ্মাং দেখি প্রেম ॥ 11॥
জংভদৈত্যথী ত্রাস্যা দেব ।
কিধি ম্হের তে ত্যাং ততখেব ॥ 12॥
বিস্তারী মাযা দিতিসুত ।
ইংদ্র করে হণাব্যো তুর্ত ॥ 13॥
এবী লীলা ক ই ক ই সর্ব ।
কিধী বর্ণবে কো তে শর্ব ॥ 14॥
দোড্যো আযু সুতনে কাম ।
কিধো এনে তে নিষ্কাম ॥ 15॥
বোধ্যা যদুনে পরশুরাম ।
সাধ্যদেব প্রহ্লাদ অকাম ॥ 16॥
এবী তারী কৃপা অগাধ ।
কেম সুনে না মারো সাদ ॥ 17॥
দোড অংত না দেখ অনংত ।
মা কর অধবচ শিশুনো অংত ॥ 18॥
জোই দ্বিজ স্ত্রী কেরো স্নেহ ।
থযো পুত্র তু নিসংদেহ ॥ 19॥
স্মর্তৃগামি কলিকাল কৃপাল ।
তার্যো ধোবি ছেক গমার ॥ 20॥
পেট পিডথী তার্যো বিপ্র ।
ব্রাহ্মণ শেঠ উগার্যো ক্ষিপ্র ॥ 21॥
করে কেম না মারো ব্হার ।
জো আণি গম একজ বার ॥ 22॥
শুষ্ক কাষ্ঠণে আংণ্যা পত্র ।
থযো কেম উদাসিন অত্র ॥ 23॥
জর্জর বংধ্যা কেরাং স্বপ্ন ।
কর্যা সফল তে সুতনা কৃত্স্ণ ॥ 24॥
করি দুর ব্রাহ্মণনো কোঢ ।
কিধা পুরণ এনা কোড ॥ 25॥
বংধ্যা ভৈংস দুঝবী দেব ।
হর্যু দারিদ্র্য তে ততখেব ॥ 26॥
ঝালর খাযি রিঝযো এম ।
দিধো সুবর্ণ ঘট সপ্রেম ॥ 27॥
ব্রাহ্মণ স্ত্রিণো মৃত ভরতার ।
কিধো সংজীবন তে নির্ধার ॥ 28॥
পিশাচ পিডা কিধী দূর ।
বিপ্রপুত্র উঠাড্যো শুর ॥ 29॥
হরি বিপ্র মজ অংত্যজ হাথ ।
রক্ষো ভক্তি ত্রিবিক্রম তাত ॥ 30॥
নিমেষ মাত্রে তংতুক এক ।
পহোচ্যাডো শ্রী শৈল দেখ ॥ 31॥
একি সাথে আঠ স্বরূপ ।
ধরি দেব বহুরূপ অরূপ ॥ 32॥
সংতোষ্যা নিজ ভক্ত সুজাত ।
আপি পরচাও সাক্ষাত ॥ 33॥
যবনরাজনি টালী পীড ।
জাতপাতনি তনে ন চীড ॥ 34॥
রামকৃষ্ণরুপে তে এম ।
কিধি লিলাও কী তেম ॥ 35॥
তার্যা পত্থর গণিকা ব্যাধ ।
পশুপংখিপণ তুজনে সাধ ॥ 36॥
অধম ওধারণ তারু নাম ।
গাত সরে ন শা শা কাম ॥ 37॥
আধি ব্যাধি উপাধি সর্ব ।
টলে স্মরণমাত্রথী শর্ব ॥ 38॥
মুঠ চোট না লাগে জাণ ।
পামে নর স্মরণে নির্বাণ ॥ 39॥
ডাকণ শাকণ ভেংসাসুর ।
ভুত পিশাচো জংদ অসুর ॥ 40॥
নাসে মুঠী দীনে তুর্ত ।
দত্ত ধুন সাংভালতা মুর্ত ॥ 41॥
করী ধূপ গাযে জে এম ।
দত্তবাবনি আ সপ্রেম ॥ 42॥
সুধরে তেণা বন্নে লোক ।
রহে ন তেনে ক্যাংযে শোক ॥ 43॥
দাসি সিদ্ধি তেনি থায ।
দুঃখ দারিদ্র্য তেনা জায ॥ 44॥
বাবন গুরুবারে নিত নেম ।
করে পাঠ বাবন সপ্রেম ॥ 45॥
যথাবকাশে নিত্য নিযম ।
তেণে কধি না দংডে যম ॥ 46॥
অনেক রুপে এজ অভংগ ।
ভজতা নডে ন মাযা রংগ ॥ 47॥
সহস্র নামে নামি এক ।
দত্ত দিগংবর অসংগ ছেক ॥ 48॥
বংদু তুজনে বারংবার ।
বেদ শ্বাস তারা নির্ধার ॥ 49॥
থাকে বর্ণবতাং জ্যাং শেষ ।
কোণ রাংক হুং বহুকৃত বেষ ॥ 50॥
অনুভব তৃপ্তিনো উদ্গার ।
সুণি হংশে তে খাশে মার ॥ 51॥
তপসি তত্ত্বমসি এ দেব ।
বোলো জয জয শ্রী গুরুদেব ॥ 52॥
॥ অবধূত চিংতন শ্রী গুরুদেব দত্ত ॥